নির্বাচন পেছানো হলে দেশ অবনতির দিকে যাবে: খসরু

প্রথম পাতা » ছবি গ্যালারি » নির্বাচন পেছানো হলে দেশ অবনতির দিকে যাবে: খসরু
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



নির্বাচন পেছানো হলে দেশ অবনতির দিকে যাবে: খসরু

আওয়ামী লীগ এখনো পেশি শক্তির রাজনীতিতেই বিশ্বাস করে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন পেছানো হলে দেশ অবনতির দিকে যাবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জেএসডির আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ এখনো পেশি শক্তির রাজনীতিতেই বিশ্বাস করে।

জনগণের কাছে যেতে হয়নি বলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিলেন মন্তব্য করে খসরু বলেন, জনগণের মাধ্যমে যে পরিবর্তন আসবে, তা-ই টিকে থাকবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে অনেক দেশ পিছিয়ে গেছে। নির্বাচন পেছানো হলে দেশ অবনতির দিকে যাবে।

বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সব দলের প্রতি সম্মানবোধ রক্ষা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৩৪   ৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
তরুণ প্রজন্মের সম্ভাবনা কাজে লাগানোর জন্য স্থানীয় সরকার উপদেষ্টার আহবান
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা
প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ
রেল যোগাযোগের উন্নয়নে দরকার দীর্ঘমেয়াদী ও সমন্বিত পরিকল্পনা - ড. শেখ মইনউদ্দিন



আর্কাইভ