
বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে মঙ্গলবার ‘সাসটেইনেবল মার্কেট এক্সেস বুটক্যাম্প’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পাট খাতের উন্নয়ন ও উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে কর্মসূচিটি নেওয়া হয়েছে।
কর্মসূচির আওতায় উদ্বোধনী দিনে ‘স্টেট অব দ্য ইন্ডাস্ট্রি’ বিষয়ক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এটি বাস্তবায়নে সহযোগিতা করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জেনেভাস্থ বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর ইনহ্যান্স ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ) এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি)।
ওয়েবিনারে পাটখাতভিত্তিক উদ্যোক্তা, রপ্তানিকারক এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ প্রায় ১শ জন সরাসরি এবং ১৪৫ জন অনলাইনে অংশগ্রহণ করেন।
কর্মসূচির মূল লক্ষ্য হলো পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, পাটপণ্যে বৈচিত্র আনয়ন, টেকসই মান সংরক্ষণ, ব্র্যান্ডিং এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে দক্ষতা উন্নয়ন।
চলতি জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী কর্মসূচির আওতায় ধারাবাহিক ওয়েবিনার, ওযান-টু-ওয়ান পরামর্শ সেবা (মেন্টরিং) এবং একটি তিন দিনের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের প্রধান ও ইআইএফ-এর বাংলাদেশ ফোকাল পয়েন্ট ড. নাজনীন কাউসার চৌধুরী।
এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়, ইআইএফ-এর প্রতিনিধি, আইটিসি’র প্রকল্প সমন্বয়কারী ডুক ড্যাং এবং আন্তর্জাতিক ব্যবসা কৌশলবিদ টারা মুলহেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৪০:২৫ ৬ বার পঠিত