২৮০পিস ইয়াবাসহ রাজবাড়ীতে এনটিভির সাংবাদিক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারি » ২৮০পিস ইয়াবাসহ রাজবাড়ীতে এনটিভির সাংবাদিক আটক
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



২৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীতে এনটিভির সাংবাদিক আটক

রাজবাড়ীতে এনটিভির জেলা প্রতিনিধি আহসান হাবিব টুটুলকে আটক করা হয়েছে। এ সময় ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দের দাবি করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে শহরের বিনোদপুরে নিজ বাড়ির বসতঘর থেকে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ বলেন, আমাদের কাছে তথ্য ছিল আহসান হাবিব টুটুল সাংবাদিকতার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা করে আসছিল। মাদকের একটি বড় চালান তার নিজ বাড়িতে বিক্রির জন্য মজুদ রয়েছে; এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বসতঘর থেকে ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবু বক্কর সিদ্দিক বলেন, আহসান হাবিব মাদকের বড় ডিলার। এমন তথ্যের ভিত্তিতে সকালে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে তিনি ইয়াবা সেবন করছিলেন। এসময় তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। এরপরও তার বসতঘরে তল্লাশি করে ২৮০ পিস ইয়াবা ও মাদক সেবনের নানা সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি আরেও জানান, সাংবাদিক আহসান হাবিব টুটুলের বসতঘরে নিয়মিত মাদকের আড্ডা হতো। তার ঘর তল্লাশিকালে ইয়াবার খালি প্যাকেটসহ মাদকের বড় বড় চালানের আলামত পাওয়া যায়।

এ ব্যাপারে আহসান হাবিব টুটুলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:১৯:১৬   ২২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জামায়াতকে একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর
চট্টগ্রাম বার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা
পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ
জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে : শেখ বশিরউদ্দীন



আর্কাইভ