কারাবন্দিরা আয় করে পরিবারকে পাঠাতে পারবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারি » কারাবন্দিরা আয় করে পরিবারকে পাঠাতে পারবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার, ১০ জুন ২০২৫



কারাবন্দিরা আয় করে পরিবারকে পাঠাতে পারবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বন্দিরা কারাগারে কাজ করে উপার্জনের টাকা পরিবারকে পাঠাতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১০ জুন) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কারাগারকে এখন শুধুমাত্র বন্দিদের রাখার জায়গা নয়, বরং শোধনের কেন্দ্র হিসেবেই গড়ে তোলা হচ্ছে।

উপদেষ্টা বলেন, ‘আমরা এমন একটি পরিকল্পনা বাস্তবায়নের পথে আছি, যেখানে বন্দিরা কারাগারে থেকে শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবে এবং সেই অর্থ পরিবারে পাঠাতে পারবে। এটি তাদের পুনর্বাসনের পথও তৈরি করবে।’

কারাগারে বন্দী অধিকাংশ নারী মাদক সংক্রান্ত অপরাধে জড়িত বলে মন্তব্য করেন উপদেষ্টা।

তিনি বলেন, ‘নারী বন্দিদের মধ্যে বড় একটি অংশ মাদক সংক্রান্ত অপরাধে যুক্ত। এদের শোধনের জন্যও আমরা বিশেষ ব্যবস্থা নিচ্ছি।’

কারারক্ষীদের সঙ্গে কুশল বিনিময়কালে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সময় সংবাদ

তিনি আরও বলেন, ‘যেসব কারারক্ষী অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সাধারণ মানুষের তুলনায় তাদের দ্বিগুণ শাস্তি হবে, কারণ তারা দায়িত্বে থেকেও অপরাধ করছে।’

ঈদের পরে বন্দিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং তাদের সমস্যা জানতেই এ পরিদর্শনে এসেছেন বলে জানান উপদেষ্টা।

তিনি বলেন, ‘বন্দিদের মতামত, সমস্যা ও প্রয়োজনীয়তা জেনেই আমরা ভবিষ্যতের করণীয় নির্ধারণ করব।’

বাংলাদেশ সময়: ১৬:২৪:৫৪   ৫১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পদ্মা সেতুর দুই প্রান্তে বিশেষ গ্রাফিতি অঙ্কন
বাংলাদেশি গণমাধ্যম প্রতিনিধিদের চীনের কুনমিং হাসপাতাল পরিদর্শন
আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন : আলী রীয়াজ
চিকিৎসা সেবার আধুনিকায়নে রোবোটিক প্রযুক্তি ব্যবহারে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ
নির্বাচন বানচালে দেশে ‘অনেক গন্ডগোল’ হতে পারে: মেজর হাফিজ



আর্কাইভ