কোরবানির পশুর ন্যায্য দাম প্রত্যাশা কৃষি উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারি » কোরবানির পশুর ন্যায্য দাম প্রত্যাশা কৃষি উপদেষ্টার
বুধবার, ৪ জুন ২০২৫



কোরবানির পশুর ন্যায্য দাম প্রত্যাশা কৃষি উপদেষ্টার

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কোরবানির পশুর ন্যায্য দাম প্রত্যাশা করেছেন।

উপদেষ্টা বলেন, পশুর দাম বেশি হলে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হবেন এবং দাম কমলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। দাম ন্যায্য থাকলে ক্রেতা এবং খামারি উভয়ই লাভবান হবেন।

আজ রাজধানীর উত্তর শাহজাহানপুর পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গরুর হাটের সামগ্রিক ব্যবস্থাপনা সন্তোষজনক বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোরবানির পশু বহনকারী যানবাহন জোরপূর্বক কোনো হাটে প্রবেশ করানো হলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা বলেন, অসুস্থ গবাদি পশু যাতে হাটে প্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি করা হচ্ছে এবং পশুচিকিৎসক নিয়োগ করা হয়েছে। তিনি বলেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য পশুর হাটে পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪০:৩৬   ২৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জাতীয় নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপির বিজয় র‍্যালিতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের অংশগ্রহণ
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীতে মডেল মাসুদের বিজয় র‍্যালিতে মানুষের ঢল



আর্কাইভ