ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৫
রবিবার, ১ জুন ২০২৫



ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৫

ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। রোববার (১ জুন) সকালে উপজেলার জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের বিএনপি নেতা নজরুল ইসলাম ও আরিফ হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে রোববার সকালে ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ৫ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হাওলাদার বলেন, ‘সংবাদ শুনেই ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।’

বাংলাদেশ সময়: ১২:২৯:০৩   ৪৫ বার পঠিত  




খুলনা’র আরও খবর


সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ আসাবুর বাহিনীর দুই সদস্য আটক
নড়াইলে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালিত
বাগেরহাটে শহীদ আলিফের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ জেলা প্রশাসনের
অপরাধ প্রতিরোধে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর



আর্কাইভ