
বায়ুদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে কঠোর অবস্থানে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৪ মে) রূপগঞ্জ উপজেলায় বায়ুদূষণকারী একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে সংস্থাটি।
পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে রূপগঞ্জ থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন এই অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানকালে, এস.আর.বি.জি কনস্ট্রাকশন নামের একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানকে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ১১(খ) বিধি লঙ্ঘন করতে দেখা যায়। এর প্রেক্ষিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি রূপগঞ্জের কাঞ্চন পূর্বাচল এলাকায় অবস্থিত।
পরিবেশ অধিদপ্তর স্পষ্ট জানিয়েছে, নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী যেকোনো কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে পরিবেশ সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ সময়: ২৩:২৩:০৯ ২ বার পঠিত