সৌদি পৌঁছালেন ট্রাম্প, স্বাগত জানালেন যুবরাজ সালমান

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদি পৌঁছালেন ট্রাম্প, স্বাগত জানালেন যুবরাজ সালমান
মঙ্গলবার, ১৩ মে ২০২৫



সৌদি পৌঁছালেন ট্রাম্প, স্বাগত জানালেন যুবরাজ সালমান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদির আরব পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরের প্রথম দিনে ট্রাম্প রিয়াদ পৌঁছালেন। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় আন্তর্জাতিক সফরের সূচনা করলেন তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৩ মে) সৌদির স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মার্কিন প্রেসিডেন্ট রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাকে স্বাগত জানান।

এসময় বিশিষ্ট ব্যক্তি ও নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাম্প ও যুবরাজ সালমানকে বেগুনি কার্পেটে হেঁটে যেতে দেখা যায়।

আল জাজিরা বলছে, বিমানবন্দরের একটি হলের ভেতর দুই নেতাকে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা গেছে। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে- সেই সম্পর্কে জানা যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার ও বুধবারের কিছু অংশ সৌদি আরবের রাজধানী রিয়াদে কাটাবেন। তারপর উপসাগরীয় অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ মিত্র-কাতার, সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটা ট্রাম্পের প্রথম মধ্যপ্রাচ্য সফর। ‘ঐতিহাসিক’ এই মধ্যপ্রাচ্য সফরে গাজা ও ইরান ইস্যুতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বেশ কিছু বাণিজ্য চুক্তি হবে বলে মনে করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, বাণিজ্যিক দিক থেকে এই সফর ট্রাম্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সফরের প্রথম দিনেই, সৌদি যুবরাজ সালমানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের শিল্পখাতে ১ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করতে পারেন ট্রাম্প। যা সালমানের ঘোষিত ৬০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির চেয়েও বেশি।

একইসঙ্গে তিন ধনী উপসাগরীয় দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অন্তত ২ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আনতে পারেন ট্রাম্প।

এদিকে, উপসাগরীয় দেশগুলোয় সফরে থাকার সময় রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় যোগ দিতে তুরস্কেও যেতে পারেন ট্রাম্প। সফরের আগে হোয়াইট হাউজে সাংবাদিকদের একথা জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:১১:২৭   ২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি পৌঁছালেন ট্রাম্প, স্বাগত জানালেন যুবরাজ সালমান
ভারতের হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত: ইসলামাবাদ
যুদ্ধবিরতির অনুরোধ ভারতই করেছে, পাকিস্তান করেনি
তিন বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে মোদি
ভারতের ৩২ বিমানবন্দর সাময়িক বন্ধ



আর্কাইভ