
কাগজ প্রতিবেদক : পটুয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে পুরান বাজার এলাকায় গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাতৃ স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে সমস্ত মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক উত্তম কুমার দাস। তিনি জানান, সম্ভবত বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে ৬০-৭০ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। আগুন লাগার পরে পরেই স্থাণীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার ব্রিগেডকে খবর দিলে তারা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে দোকানে থাকা বেশ কয়েকটি ডোলারশিপের সব পণ্য পুড়ে ছাই হয়ে যায়।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহম্মদ রাজিব জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করি। ৪০-৪৫ মিনিটের মধ্য আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে পুড়ে গেছে দোকানে থাকা কয়েকটি জোনের শীপের সকল পণ্য। তিনি জানান, স্থানীয়দের সহযোগিতায় আধাঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত বলেও জানান তিনি।
দোকানের মালিক উত্তম কুমার দাস জানান, এই ব্যবসা প্রতিষ্ঠানে আবুল খায়ের কোং লিঃ (স্টারশীপ), ম্যাটাডোর বল পেন ইন্ডাস্ট্রি, ম্যাটাডোর টুথব্রাস কোং লিঃ, মৌসুমি ইন্ডাস্ট্রিজ লিঃ (কিউট) পরিবেশক ব্যবসা ছিল। সকাল ১০ টা দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে মুহূর্তে মধ্যে আগুন ছড়িয়ে যায় এবং আমার দোকানে থাকা সব
পরিবেশক পণ্য আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে আমার প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে এর ফলে আমি নিঃস্ব হয়ে গেছি। খবর পেয়ে সদর উপজেন নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান উর্মি ঘটনাস্থল পরিদর্শ করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সরকারিভাবে সহায়ত করার বিষয়ে আশ্বস্ত করেছেন।
বাংলাদেশ সময়: ২০:২৯:২২ ১১ বার পঠিত