কৃষ্ণসাগর উপকূলে ইউক্রেনের ওডেসা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১ মে) সকালে কয়েকটি রুশ ড্রোন ওডেসা বন্দরে আঘাত হানে। হামলার পর বন্দর অবকাঠামোয় আগুন লেগে যায়। এতে বাসস্থান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
সারাবিশ্বে গম, ভুট্টা ও সূর্যমুখী তেল রফতানির জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর ওডেসা। ১৭৯৪ সালে বন্দরটি প্রতিষ্ঠা করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর নিয়মিত এই বন্দরের অবকাঠামোতে আঘাত হেনে আসছে রুশ বাহিনী। দেশটির দাবি, ইউক্রেনীয় বাহিনী জলপথটি রাশিয়ায় ড্রোন হামলার জন্য ব্যবহার করছে।
২০২২ সালের জুলাই মাসে ইউক্রেনের বন্দর থেকে শস্য জাহাজের নিরাপদ যাতায়াতের অনুমতি দেয়ার জন্য রাশিয়া ও ইউক্রেন জাতিসংঘ সমর্থিত একটি চুক্তিতে পৌঁছায়। তবে পশ্চিমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্যর্থতার অভিযোগ এনে রাশিয়া ২০২৩ সালে ওই চুক্তি থেকে সরে আসে।
রাশিয়া গত মাসে বলেছিল, পশ্চিমারা খাদ্য ও সার রফতানির সঙ্গে যুক্ত ব্যাংক ও কোম্পানিগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা চুক্তিতে ফিরে আসবে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতির পদক্ষেপ হিসেবে রাশিয়া ও যুক্তরাষ্ট্র বর্তমানে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে।
খবরে বলা হয়েছে, ওডেসার পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও ড্রোন হামলা চালানো হয়েছে। খারকিভ মেয়র বলেছেন, রুশ ড্রোন শহরের কেন্দ্রস্থলে একটি পেট্রোল পাম্পে আঘাত করেছে, যার ফলে আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনও। রাশিয়ার একটি প্রতিরক্ষা উৎপাদন স্থাপনায় ড্রোন হামলা ঘটেছে যার দায় স্বীকার করেছে দেশটির একটি নিরাপত্তা সংস্থা। মস্কো থেকে ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) পূর্বে অবস্থিত মুরোম ইন্সট্রুমেন্ট-বিল্ডিং প্ল্যান্টে হামলার ফলে আগুন লেগে যায় এবং দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। অঞ্চলটির গভর্নর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, রুশ বিমান প্রতিরক্ষা ইউনিট বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতভর ৩৪টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।
এদিকে ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, ৮-১০ মে পর্যন্ত তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করার পরও রুশ বাহিনী পূর্ব ইউক্রেনে তাদের যুদ্ধ তৎপরতার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।
বাংলাদেশ সময়: ১৫:৫৭:১৪ ৬ বার পঠিত