সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫



সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা

জেলায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

সভায় জানানো হয়, সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাসসহ দেশীয় প্রজাতির বৈশাখী আম আগামী ৫ মে, হিমসাগর ২০ মে, ল্যাংড়া ২৭ মে এবং আম্রপালি আম সংগ্রহ করা যাবে আগামী ৫ জুন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এসময় জানান, নির্দিষ্ট সময়ের আগে গাছ থেকে আম ভাঙা ও বাজারজাত করা যাবে না। ধাপে ধাপে পরিপক্ব হয় সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ বোম্বাই, গোলাপখাস, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি জাতের আম।

সভায়, এ বছর সাতক্ষীরা জেলা থেকে ৭০ মেট্রিক টন আম বিদেশে রফতানির আশাবাদ ব্যক্ত করেছে কৃষি বিভাগ।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৫৭   ৩৭ বার পঠিত  




খুলনা’র আরও খবর


সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ আসাবুর বাহিনীর দুই সদস্য আটক
নড়াইলে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালিত
বাগেরহাটে শহীদ আলিফের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ জেলা প্রশাসনের
অপরাধ প্রতিরোধে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর



আর্কাইভ