বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারি » বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪
শুক্রবার, ২৩ জুন ২০২৩



বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪

বন্দরে বিভিন্ন মামলার ৪ ওয়ারেন্টভ’ক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (২১ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর কলোনী এলাকার আব্দুর রব মল্লিক মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোশারফ হোসেন (৪৫) বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার মোস্তফা মিয়ার ছেলে রানা আহম্মেদ (৩০) বন্দর শাহীমসজিদ এলাকার সামছুল হক মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হৃদয় (৩২) নবীগঞ্জ এলাকার মৃত সোলেমান বেপারী ছেলে ফতুল্লা থানার ১৬(১০)২২ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রহমত উল্ল্যাহ (৩৮)।

থানা তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই বারেক হাওলাদার ও বন্দর ফাঁড়ী এসআই আলমগীর এবং থানার এএসআই রিপনসহ সঙ্গীয় র্ফোস থানার বিভিন্ন এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত ৪ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ১৩:১২:০০   ১৩০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গণহত্যা-পরবর্তী ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠনের আহ্বান
মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক প্রকাশ করলো বিডা
অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া : প্রেস সচিব
সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিলেন প্রধান উপদেষ্টা
আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার



আর্কাইভ