নির্বাচিত সরকার এলে অস্থিতিশীলতা দূর হবে: সেলিমা রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারি » নির্বাচিত সরকার এলে অস্থিতিশীলতা দূর হবে: সেলিমা রহমান
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫



নির্বাচিত সরকার এলে অস্থিতিশীলতা দূর হবে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, নির্বাচিত সরকার এলে দেশের অস্থিতিশীলতা দূর হবে। বর্তমানে যেসব ষড়যন্ত্র হচ্ছে, তা প্রতিহত করা সম্ভব হবে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ কাউন্সিলে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, বিএনপি নির্বাচনের ভয় পায় না, এমনকি বিরোধীদলে থাকলেও ভয় পায় না।

তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নির্বাচনের কথা বলছে না। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই ভোটের কথা বলা হচ্ছে। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচন প্রয়োজন।

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:১২   ২০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ফাইনালের আগে ঘুমাতে পারেননি বসুন্ধরার কোচ
বন্দর এলজিইডি অফিসে দুদকের হানা, প্রকল্পের নথিপত্র জব্দ
সোনারগাঁয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে ‘মিড ডে মিল’ চালু



আর্কাইভ