নিউজিল্যান্ডে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিউজিল্যান্ডে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫



নিউজিল্যান্ডে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই

নিউজিল্যান্ডে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ভূমিকম্পটি অনুভূত হয়।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, সাউথল্যান্ড এবং ফিওর্ডল্যান্ড অঞ্চলের বাসিন্দাদের সমুদ্র সৈকত এবং সামুদ্রিক এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

সরকারি ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা জিওনেট জানিয়েছে, ৪,৭০০ জনেরও বেশি মানুষ ভূমিকম্পটি অনুভব করেছেন।

কারণ ভূমিকম্পের সময় ভবনগুলো দুলছিল এবং জিনিসপত্র পড়ে যাচ্ছিল বলে জানিয়েছে নিউজিল্যান্ডের গণমাধ্যম।

জিওনেট এক সতর্কতা বার্তায় জানিয়েছে, নিউজিল্যান্ডের উপ-অ্যান্টার্কটিক দ্বীপপুঞ্জের সবচেয়ে উত্তরে অবস্থিত স্নারেস দ্বীপপুঞ্জের প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৩৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি অনুভূত হয়।

অস্ট্রেলিয়ার জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে যে মূল ভূখণ্ড, দ্বীপপুঞ্জ বা অঞ্চলগুলোতে কোনও সুনামির হুমকি নেই।

বাংলাদেশ সময়: ১১:৪৩:০৬   ১১৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় ইসলামবিদ্বেষ ও মুসলিমদের ওপর নিপীড়ন বেড়েছে ১৮০০ শতাংশ!
‘আপনারা আরও অনেক কিছু দেখবেন’— ভারতের ওপর শুল্ক চাপিয়ে বললেন ট্রাম্প
ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮
হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা
প্রথমবার লটারি কিনেই ৬৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি দর্জি



আর্কাইভ