দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কারও হস্তক্ষেপ কাম্য নয়: সারজিস

প্রথম পাতা » ছবি গ্যালারি » দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কারও হস্তক্ষেপ কাম্য নয়: সারজিস
সোমবার, ২৪ মার্চ ২০২৫



দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কারও হস্তক্ষেপ কাম্য নয়: সারজিস

দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কারও হস্তক্ষেপ কাম্য নয় বলে মন্তব্য করেছেন সারজিস জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৪ মার্চ) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয় বরং সোনাবহিনী দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি বলেন, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই। রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প সেনাবাহিনীসহ অন্য কেউ যাতে না শোনায়, সেটাই আমরা আশা করি।

এ সময় গুজবকে ব্যাধি হিসেবে উল্লেখ করে গুজববিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করেন সারজিস আলম। পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, দুপুরে ও বিকেলে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় পথসভা করার কথা রয়েছে এনসিপি নেতা সারজিস আলমের।

বাংলাদেশ সময়: ১৬:০২:৪০   ৭৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গণহত্যা-পরবর্তী ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠনের আহ্বান
মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক প্রকাশ করলো বিডা
অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া : প্রেস সচিব
সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিলেন প্রধান উপদেষ্টা
আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার



আর্কাইভ