টেকনাফে অপহৃত একই পরিবারের ১১ সদস্য উদ্ধার

প্রথম পাতা » চট্রগ্রাম » টেকনাফে অপহৃত একই পরিবারের ১১ সদস্য উদ্ধার
বুধবার, ৫ মার্চ ২০২৫



টেকনাফে অপহৃত একই পরিবারের ১১ সদস্য উদ্ধার

টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারী চক্রের আস্তানা থেকে একই পরিবারের অপহৃত ১১ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা।

মঙ্গলবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী গহীন পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হয়। পরে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অপহৃত নারী ও শিশুসহ ১১ জনকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, আলীখালীর রিদুয়ান নামের এক ব্যক্তির নেতৃত্বে স্থানীয় একই পরিবারের ১১ জনকে অপহরণের খবরে অভিযান চালানো হয়। গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়েছে। সেই রিদুয়ান দীর্ঘদিন কারাবরণ করে বের হয়ে এলাকায় আবারো নানান অপরাধ কর্মকাণ্ড করে যাচ্ছে।

ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে ওসি গিয়াস উদ্দিন বলেন, “অভিযানকালে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে অপহরণের শিকার ব্যক্তিদের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়।”

পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২:৫১:৫৮   ৬০ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


চট্টগ্রাম বার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা
আমরা প্রধান উপদেষ্টার ঘোষণাকে সাধুবাদ জানাই: জাহিদ হোসেন
প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত
চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার
স্বাধীনতার দুশমনদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই : মামুনুল হক



আর্কাইভ