ওমানের ধোফার গভর্নরের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারি » ওমানের ধোফার গভর্নরের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বুধবার, ২১ জুন ২০২৩



ওমানের ধোফার গভর্নরের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ওমানের ধোফার গভর্নর সাঈয়েদ মারওয়ান বিন তুর্কি আল সাইদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। সোমবার (১৯ জুন) ধোফার গভর্নরের কার্যালয়ে সাক্ষাতের কথা রাষ্ট্রদূত তার ফেসবুকে এক বার্তায় জানান।

রাষ্ট্রদূত জানান, ওই দিন ওমানের ধোফার গভর্নরের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও তিনি ধোফার গভর্নরেটের চেম্বারের শাখা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নায়েফ বিন হামেদ বিন আমের বেত ফাদেলের সঙ্গে বৈঠক করেছেন। এসময় গভর্নরেটের চেম্বারের শাখা পরিচালক বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়া রাষ্ট্রদূত সেখানকার সালালাহ বন্দর ও ফ্রি জোন পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৩৪   ৭০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ