বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি

প্রথম পাতা » ছবি গ্যালারি » বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫



বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি

বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলের বিনিময় প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী ৫ জানুয়ারি বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় এই বিনিময় হবে।

বৃহস্প‌তিবার (২ জানুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) লাউঞ্জ পরিদর্শনে এসে এ তথ‌্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা ব‌লেন, আগামী ৫ জানুয়ারি বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলের বিনিময় হ‌বে।

জানা গেছে, ৭৮ জন বাংলাদেশি এমভি মেঘনা ও এমভি লায়লা নামে দুটি ফিশিং ট্রলার নিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে এবং ৯ ডিসেম্বর তাদের আটক করে ওড়িশার পারা দ্বীপে রাখা হয়েছে। অন্য ১২ জন জেলেকে সেপ্টেম্বরে আটক করা হয়, যখন তাদের ট্রলারটি ভারতীয় জলসীমায় ডুবে যায়। তাদের কলকাতার কাছে কাকদ্বীপে রাখা হয়েছে।

অন্যদিকে, ভারতীয়দের ছয়টি ট্রলার সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে এবং তখন তাদের পটুয়াখালী ও বাগেরহাটে আটক করে রাখা হয়। জেলেদের আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন সংক্রান্ত যে জটিলতা ছিল সেটি মিটিয়ে ফেলা হয়েছে।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডিক‌্যাব লাউঞ্জ প‌রিদর্শনে ছিলেন পররাষ্ট্রস‌চিব মো. জসীম উ‌দ্দিন।

বাংলাদেশ সময়: ১৮:২১:০৮   ৫১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আ. লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে : গয়েশ্বর
তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পদ্মা সেতুর দুই প্রান্তে বিশেষ গ্রাফিতি অঙ্কন
বাংলাদেশি গণমাধ্যম প্রতিনিধিদের চীনের কুনমিং হাসপাতাল পরিদর্শন
আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন : আলী রীয়াজ



আর্কাইভ