মাগুরায় কৃষক লীগের লিফলেট বিতরণ

প্রথম পাতা » খুলনা » মাগুরায় কৃষক লীগের লিফলেট বিতরণ
শনিবার, ১৭ জুন ২০২৩



মাগুরায় কৃষক লীগের লিফলেট বিতরণ

কৃষিবান্ধব শেখ হাসিনা সরকারের কৃষি ক্ষেত্রে উন্নয়ন চিত্র তুলে ধরে মাগুরায় লিফলেট বিতরণ করেছে মাগুরা জেলা কৃষক লীগ। আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় শহরের কাচাবাজার এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
এ উপলক্ষে কাচাবাজার সংলগ্ন বটতলায় জেলা কৃষক লীগের সভাপতি মইনুল ইসলাম পলাশের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আধ্যাপক নাজমুল ইসলাম পানু, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম স্বপন, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মো. মিরুল ইসলাম, সহদপ্তর সম্পাদক শওকত হোসেন সানু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
পথসভায় কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, কৃষি ও কৃষকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলের প্রতি আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৫৭   ৬৭ বার পঠিত  




খুলনা’র আরও খবর


সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
পুকুরে মিলল মাদরাসাছাত্রের হাত-পা বাঁধা মরদেহ
চুয়াডাঙ্গায় গরমের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি
আস্থা রাখার অনুরোধ শিক্ষা উপদেষ্টার, তবুও অনড় শিক্ষার্থীরা



আর্কাইভ