চট্টগ্রামে সাড়ে ৯ কেজি সোনাসহ ৪ জন আটক

প্রথম পাতা » চট্রগ্রাম » চট্টগ্রামে সাড়ে ৯ কেজি সোনাসহ ৪ জন আটক
শুক্রবার, ১৬ জুন ২০২৩



চট্টগ্রামে সাড়ে ৯ কেজি সোনাসহ ৪ জন আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি ৬২৩ গ্রাম সোনা জব্দ করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চারজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন- অলোক ধর (২৫), নারায়ণ ধর (৩৮), জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)।

পুলিশ জানিয়েছে, কক্সবাজার থেকে চট্টগ্রামে কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে সোনার বার ও পাত আনছে- এমন খবরে বিশেষ চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি যাত্রীবাহী বাসের চারজন যাত্রীর শরীর তল্লাশি করে সোনাগুলো জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, উদ্ধার হওয়া সোনাগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:২৫   ৮০ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু
পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ভারত-চীনের অর্থনীতির বাতাসে আমাদের এগিয়ে যেতে হবে: পার্বত্য উপদেষ্টা



আর্কাইভ