১৩৭ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে প্রোটিয়ারা

প্রথম পাতা » খেলা » ১৩৭ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে প্রোটিয়ারা
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪



১৩৭ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে প্রোটিয়ারা

মিরপুর টেস্টে প্রথম সেশনটা দক্ষিণ আফ্রিকার। যদিও হাসান মাহমুদ টানা দুই বলে দুই উইকেট নিয়ে কিছুটা আশা জাগিয়েছিলেন। তবে প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকাই এগিয়ে।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ২৪৩ রান। যেখানে তারা এরই মধ্যে লিড নিয়েছে ১৩৭ রানে। ক্রিজে ১০৫ বলে ৭৭ রানে অপরাজিত আছেন ভেরেইন। তার সঙ্গে ২৫ বলে ৬ রানে অপরাজিত আছেন ডেন পিডট।

৬ উইকেটে ১৪০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনেই ২ উইকেট হারিয়ে ১০৩ রান যোগ করেছে প্রোটিয়ারা। এখানে বড় অবদান রেখেছেন মুল্ডার–ভেরেইনার জুটি। এই দুইজনের গড়া ১১৯ রানের জুটি বাংলাদেশকে অনেক পেছনে ফেলে দিয়েছে।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও পিচে বেশ সুইং লক্ষ্য করা গেছে। দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগেও দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার শন পলক বলেছিলেন, দ্বিতীয় দিনেও সুইং পাবে স্পিনের পাশাপাশি পেসাররা। আর হয়েছেও তাই। তবে সুইং কাজে লাগাতে পারেনি তাইজুল-মিরাজরা।

প্রথম দিনে ৫ উইকেট নেয়া তাইজুল ইসলাম বলে সুইং পেলেও উইকেটের দেখা পাননি। সকালে পাওয়া দুইটি উইকেটই হাসান মাহমুদের নামে। ইনিংসের ৬৫তম ওভারের শেষ দুই বলে প্রথমে মুল্ডার আর তার পরের বলে কেশব মহারাজকে আউট করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ।

তবে ঐ দুই উইকেট হারানোর পর আবারও মন্থর হয়ে ব্যাটিং করতে থাকে নয় নম্বরে নামা পিডট। ভেরেইনা ও পিডটের জুটি গড়িয়েছে ১৬ রানে।

বাংলাদেশ সময়: ১৩:২৯:৪২   ৪০ বার পঠিত  




খেলা’র আরও খবর


বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
ফাইনালের আগে ঘুমাতে পারেননি বসুন্ধরার কোচ
শ্বাসরুদ্ধকর এল-ক্লাসিকো, ৫ গোল–৩ লাল কার্ডের দিনে শিরোপা বার্সার
রিশাদের লাহোর জিতলো কিউই তারকার ব্যাটে
খেলোয়াড় দলবদলে একাডেমিগুলোর অর্থ পাওয়ার আশ্বাস তাবিথের



আর্কাইভ