ব্যারিস্টার সুমন পাঁচ দিনের রিমান্ডে

প্রথম পাতা » আইন-আদালত » ব্যারিস্টার সুমন পাঁচ দিনের রিমান্ডে
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪



ব্যারিস্টার সুমন পাঁচ দিনের রিমান্ডে

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়েরকৃত হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) তাকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া আদালত তার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণ আন্দোলনের সময় গেল ১৯ জুলাই রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হন যুবদল নেতা হৃদয় মিয়া। পরে বাদী হয়ে ব্যারিস্টার সুমনকে তিন নম্বর আসামি করে মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন তিনি। ওই মামলায় সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩:২১:১৩   ৫৭ বার পঠিত  




আইন-আদালত’র আরও খবর


শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা হাইকোর্টে বাতিল
দুদকের পিপি নিয়োগ পেলেন অ্যাডভোকেট সুলতান
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে চাচার মৃত্যুদণ্ড



আর্কাইভ