টেকনাফে বিদেশি অস্ত্র-গুলিসহ পাচারকারী আটক

প্রথম পাতা » চট্রগ্রাম » টেকনাফে বিদেশি অস্ত্র-গুলিসহ পাচারকারী আটক
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪



টেকনাফে বিদেশি অস্ত্র-গুলিসহ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে বিদেশি জি-থ্রি রাইফেল ও গুলিসহ মো. শহিদ (৩৭) নামে এক অস্ত্র পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক মো. শহিদ টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার সৈয়দ আহমদের ছেলে।

লেফটেন্যান্ট সিয়াম-উল-হক বলেন, ‘টেকনাফের সাবরাংয়ে মিয়ানমার সীমান্ত দিয়ে সংঘবদ্ধ অস্ত্র পাচারকারী চক্রের সক্রিয় থাকার তথ্য কোস্টগার্ডের ছিল। চক্রটি পাচার করে আনা অস্ত্র বিভিন্ন ডাকাতদলের কাছে সরবরাহ করতো। শনিবার ভোরে পাচার হয়ে আসা অস্ত্রের একটি চালান জনৈক ব্যক্তির বাড়িতে মজুদের খবর পায় কোস্টগার্ড। পরে কোস্টগার্ডের একটি দল সন্দেহজনক বসতঘরটিতে অভিযান চালায়। এতে কোস্টগার্ড সদস্যরা বাড়িটি ঘিরে ফেললে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। পরে বসত ঘরটি তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় বিদেশি একটি জি-৩ রাইফেল, ৮টি গুলি ও একটি দা পাওয়া যায়।’

কোস্টগার্ডের এ কর্মকর্তা আরও বলেন, ‘আটক ব্যক্তি একজন চিহ্নিত অপরাধী। তিনি সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ সীমান্ত দিয়ে চোরাচালানের নানা অভিযোগ রয়েছে।’

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট সিয়াম-উল-হক।

বাংলাদেশ সময়: ১৬:০২:২৯   ৪১ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু
পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ভারত-চীনের অর্থনীতির বাতাসে আমাদের এগিয়ে যেতে হবে: পার্বত্য উপদেষ্টা



আর্কাইভ