৮ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

প্রথম পাতা » খেলা » ৮ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪



৮ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

ভারতের ৩৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ। প্রথম সেশনে তিন উইকেট হারানোর পর, দ্বিতীয় সেশনে চার উইকেট হারিয়ে মহাবিপদে পড়েছে টাইগাররা। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কা নিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ।

চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৬.৫ ওভারে ১১২ রানে ৮ উইকেট। ফলোঅন এড়াতে এখনও প্রয়োজন ৬৫ রান।

লাঞ্চের পর শান্ত ও মুশফিক দ্রুত ফিরে যান। এরপর অবশ্য লিটন ও সাকিব মিলে গড়েন ৫১ রানের জুটি। তবে সাকিব-লিটনকে বেশিদূর এগোতে দেননি রবীন্দ্র জাদেজা। বাউন্ডারিতে ধ্রুব জুরেলের ক্যাচ বানিয়ে ফর্মে থাকা লিটন দাসকে ফিরিয়েছেন এই স্পিনার। ৪২ বলে ২২ রান করে আউট হয়েছেন লিটন।

লিটন আউট হওয়ার এক ওভার পরেই জাদেজার বলে আউট হন সাকিবও। জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে অভিনব কায়দায় আউট হন তিনি। রিভার্স সুইপটা ঠিকঠাক করতে পারেননি সাকিব। বল সাকিবের ব্যাটে লেগে তার বুট ছুঁয়ে উইকেটকিপারের হাতে জমা পড়েছে। টিভি আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন। ৩২ রান করে আউট হয়েছেন সাকিব।

এরপর হাসান মাহমুদকে নিয়ে দলকে সামলাতে চেয়েছিলেন মিরাজ। তবে ৩৭তম ওভারে বুমরাহর বলে স্লিপে কোহলি ক্যাচ দিয়ে ফেরেন হাসান মাহমুদও। আর এতেই শেষ হয় দ্বিতীয় সেশনের খেলা।

ভারতের প্রথম ইনিংস থেকে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ২৬৪ রানে। হাতে আছে মাত্র ২ উইকেট। ভারতের হয়ে ৩টি উইকেট পেয়েছেন বুমরাহ। দুইটি করে উইকেট পেয়েছেন আকাশ দীপ ও জাদেজা।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৩১   ৩৩ বার পঠিত  




খেলা’র আরও খবর


বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
ফাইনালের আগে ঘুমাতে পারেননি বসুন্ধরার কোচ
শ্বাসরুদ্ধকর এল-ক্লাসিকো, ৫ গোল–৩ লাল কার্ডের দিনে শিরোপা বার্সার
রিশাদের লাহোর জিতলো কিউই তারকার ব্যাটে
খেলোয়াড় দলবদলে একাডেমিগুলোর অর্থ পাওয়ার আশ্বাস তাবিথের



আর্কাইভ