গ্রিনের ক্যারিয়ার সেরা পারফরমেন্সে স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

প্রথম পাতা » খেলা » গ্রিনের ক্যারিয়ার সেরা পারফরমেন্সে স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪



গ্রিনের ক্যারিয়ার সেরা পারফরমেন্সে স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনের ক্যারিয়ার সেরা পারফরমেন্সে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো সফরকারী অস্ট্রেলিয়া। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া ৬ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৭ উইকেট ও ৭০ রানে জিতেছিলো অসিরা। ফলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলো মিচেল মার্শের দল। বোলিংয়ে ৩ উইকেট দখলের পর ব্যাটিংয়ে অনবদ্য ৬২ রান করেন গ্রিন।
এডিনবার্গে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্রেন্ডন ম্যাকমুলেনের ব্যাটিংয়ে প্রথম ১১ ওভারে ৩ উইকেটে ৮২ রান তুলেছিলো স্কটল্যান্ড। মিডল অর্ডার ব্যাটাররা ভালো করতে না পারায় বড় সংগ্রহ পায়নি স্কটিশরা। ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে তারা।
টানা দুই ম্যাচে হাফ-সেঞ্চুরি পাওয়া ম্যাকমুলেন করেছেন ৫৬। তার ৩৯ বলের ইনিংসে ৩টি করে চার-ছক্কা ছিলো। গ্রিন ৩৫ রানে ৩টি ও অ্যারন হার্ডি এবং এসিন অ্যাবট ২টি করে উইকেট নেন।
১৫০ রানের টার্গেটে ১৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ১২ ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক খালি হাতে ফিরেন। এর আগে অভিষেক ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি ম্যাকগার্ক।
ওপেনারদের ব্যর্থতার ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করেন অধিনায়ক মিচেল মার্শ, গ্রিন ও টিম ডেভিড। তৃতীয় উইকেটে মার্শের সাথে ৩৬ বলে ৬১ এবং চতুর্থ উইকেটে ডেভিডকে নিয়ে ৩০ বলে ৫২ রানের জুটি গড়েন গ্রিন। মার্শ ৩ চার ও ২ ছক্কায় ২৩ বলে ৩১ এবং ডেভিড ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ১৪ বলে ২৫ রান করেন ডেভিড।
মার্শ-ডেভিড ফেরার পর হার্ডিকে নিয়ে ২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৩ বল বাকী থাকতে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন গ্রিন। ২টি চার ও ৫টি ছক্কায় ৩৯ বলে অপরাজিত ৬২ রান করেন গ্রিন। ১১ রানে অপরাজিত থাকেন হার্ডি। ক্যারিয়ার সেরা ব্যাটিং-বোলিং পারফরমেন্সে ম্যাচ সেরা হন গ্রিন।
যুক্তরাজ্য সফরে স্কটল্যান্ড সিরিজ শেষে এবার ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। আগামী ১১ সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টি এবং ১৯ সেপ্টেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে দু’দল।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:২৬   ৫৪ বার পঠিত  




খেলা’র আরও খবর


ডি পল-সুয়ারেজ নৈপুণ্যে নকআউট পর্বে মেসিবিহীন মায়ামি
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন নজির এবারই প্রথম
ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
কোপায় কলম্বিয়াকে উড়িয়ে ব্রাজিলের নবম শিরোপা জয়, টানা পঞ্চম



আর্কাইভ