টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ

প্রথম পাতা » চট্রগ্রাম » টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪



টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি’র সদস্যরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মিজজির পাড়ায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আসা মাদকের চালানটি জব্দ করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাতে মিয়ানমার থেকে মাদকের চালান বাংলাদেশে পাচার হওয়ার গোপন সংবাদ ছিল। বিজিবির সদস্যরা মিজজির পাড়ায় কৌশলে অবস্থান করেছিল। দুই ব্যক্তি সাঁতরিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে। এসময় বিজিবির অবস্থান টের পেয়ে ২টি প্লাস্টিকের ব্যাগ ফেলে মিয়ানমারে পালিয়ে যায় তারা। টহলদল ওই স্থানে তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগে রাখা ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৪৭   ৪৩ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


খাল খনন কর্মসূচি বিএনপির রাজনীতির অন্যতম পিলার : আমীর খসরু
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব
চট্টগ্রাম বন্দরকে ঘিরে উৎপাদন হাব, সক্ষমতা ৬ গুণ বাড়ানোর লক্ষ্য : প্রেস সচিব
ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
আ.লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া ভয়ংকর অপতথ্য ছড়াচ্ছে : শফিকুল আলম



আর্কাইভ