অবশেষে গাইবান্ধার ৭ থানায় ফিরল পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারি » অবশেষে গাইবান্ধার ৭ থানায় ফিরল পুলিশ
সোমবার, ১২ আগস্ট ২০২৪



অবশেষে গাইবান্ধার ৭ থানায় ফিরল পুলিশ

গাইবান্ধার সাতটি থানা ও সাতটি পুলিশ তদন্তকেন্দ্রসহ ট্রাফিক ব্যবস্থাপনার আনুষ্ঠানিক কাজ শুরু করেছে পুলিশ। সোমবার (১২ আগস্ট) সকালে গাইবান্ধা সদর থানায় পুলিশি সেবার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।

এ সময় থানায় আসা সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ ছাড়া জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে সকাল থেকে নিয়মিত ডিউটি করতে দেখা যায় ট্রাফিক পুলিশ সদস্যদের।

পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান, সংকটময় সময় কাটিয়ে আজ থেকে সব নাগরিকের জন্য পুলিশি কার্যক্রম পরিচালনা করা হবে। নাগরিকদের ভীতি সংশয় কাটিয়ে আগের মতো সব ধরনের পুলিশ সেবা নেয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০৫:০১   ৪৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি
নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪
অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে: শ্রম উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
মহান মে দিবসে রাজধানীতে শ্রমজীবীদের র‌্যালি



আর্কাইভ