কোপার ফাইনালে ৫ মিনিটের জন্য কত নিচ্ছেন শাকিরা?

প্রথম পাতা » খেলা » কোপার ফাইনালে ৫ মিনিটের জন্য কত নিচ্ছেন শাকিরা?
রবিবার, ১৪ জুলাই ২০২৪



কোপার ফাইনালে ৫ মিনিটের জন্য কত নিচ্ছেন শাকিরা?

ফুটবলের সঙ্গে দারুণভাবে নাম জড়িয়ে রয়েছে কলম্বিয়ান গায়িকা শাকিরার। ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে তুমুল জনপ্রিয়তা পান তিনি। এবার কোপা আমেরিকার শেষ ঝলকে দেখা মিলবে তার। তবে ফাইনাল ম্যাচে গান গেয়ে কত নেবেন শাকিরা? সেই অংক জানিয়েছেন আর্জেন্টিনার এক সাংবাদিক।

চলমান কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে আগামীকাল (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

কলম্বিয়ান গায়িকা কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের মঞ্চ মাতাবেন। বিষয়টি নিশ্চিত করেছে লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

কোপা আমেরিকার ফাইনাল খেলার হাফ টাইমে হবে শাকিরার কনসার্ট। আর তার জন্য হাফ টাইমের বিরতি বাড়ানো হয়েছে।

আর্জেন্টিনার সাংবাদিক হুয়ান এচেগোয়েনের মতে, কোপা আমেরিকার ফাইনালের অর্ধেক সময়ে কলম্বিয়ান শিল্পীকে পাওয়ার জন্য কনমেবল প্রচুর পরিমাণে অর্থ প্রদান করেছে।

তিনি আরও জানিয়েছেন, ৫ মিনিটের এই শোয়ের জন্য শাকিরা পারিশ্রমিক নিবেন ২ মিলিয়ন ডলার। সেখানে শাকিরা তার হিট গানগুলোর অংশ বিশেষ পরিবেশন করবেন।

সূত্র: মারকা

বাংলাদেশ সময়: ১৬:৩১:২৫   ৬৮ বার পঠিত  




খেলা’র আরও খবর


ভুটানকে হারিয়ে সাফের সেমিতে যুবারা
ভারত-পাকিস্তান সংঘাত: পরিবর্তন হচ্ছে পাঞ্জাব-মুম্বাই ম্যাচের ভেন্যু
রোমাঞ্চে ভরা সেমিফাইনালে শেষ পর্যন্ত বার্সাকে টপকে গেল ইন্টার
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
পাক-ভারত সংঘাত: অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে



আর্কাইভ