
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। পা রেখেছে টুর্নামেন্টের সেমিফাইনালে।
রোববার ভারতের উপিয়াতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয় বাংলাদেশ যুবারা। গোল করেন মুরশেদ ও শোরেন। ম্যাচের যোগ করা সময়ে দলের অধিনায়ক গোল করে বড় জয় এনে দেন দলকে।
এ নিয়ে গ্রুপ ‘এ’র দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনালে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর আগে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে ২-২ গোলের সমতা করে বাংলাদেশ বয়সভিত্তিক ফুটবল দল। ওই ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলের লিড নেওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দুই গোল খেয়ে হতাশার সমতা নিয়ে মাঠ ছাড়ে।
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে ভারত, শ্রীলঙ্কা ও নেপাল আছে। এর মধ্যে ভারত নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ সাফের সেমিফাইনাল নিশ্চিত করলেও গ্রুপ সেরা হতে পারেনি এখনো। মালদ্বীপ পরের ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে। ওই ম্যাচে মালদ্বীপ ৩-০ গোলের চেয়ে বড় ব্যবধানে জয় পেলে গ্রুপের সেরা দল হবে। সেক্ষেত্রে গ্রুপ ‘বি’ থেকে ভারত সেরা দল হলে স্বাগতিকদের এড়ানোর সুযোগ পাবে মালদ্বীপ।
বাংলাদেশ সময়: ২১:৫২:৩২ ২ বার পঠিত