গাজা যুদ্ধে ৬০ শতাংশ হামাস হয় নিহত না হয় আহত হয়েছে: ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজা যুদ্ধে ৬০ শতাংশ হামাস হয় নিহত না হয় আহত হয়েছে: ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪



গাজা যুদ্ধে ৬০ শতাংশ হামাস হয় নিহত না হয় আহত হয়েছে: ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইওভ গ্যালান্ট বলেছেন, গতবছরের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে এ পর্যন্ত ৬০ শতাংশ হামাস যোদ্ধা হয় নিহত না হয় আহত হয়েছে।
গ্যালান্ট যুদ্ধের প্রথম নয় মাসে পার্লামেন্টে এক বিবৃতিতে পুনরায় নিশ্চিত করে বলেছেন, ইসরায়েল হামাসকে নির্মূল করার এবং গাজা থেকে সকল জিম্মিকে ফিরিয়ে আনার লক্ষ্য পূরণে সংকল্পবদ্ধ।
মন্ত্রী নিষ্ঠা, ত্যাগ ও সাফল্যের সঙ্গে কাজ করার জন্যে সৈন্যদের প্রশংসা করেন এবং বলেন, “অর্জন অনেক”।
তিনি বলেন, “আমরা হামাস সন্ত্রাসীদের ৬০ শতাংশকে হয় ধ্বংস না হয় আহত করেছি। এছাড়া ফিলিস্তিনী গ্রুপের ২৪ ব্যাটালিয়ানকে চূর্ণ করেছি।”
মন্ত্রী হতাহতের কোন সংখ্যা উল্লেখ করেননি। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা তাৎক্ষণিক কোন পরিসংখ্যান তৈরি করতে পারেনি।
উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে।
গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৮ হাজার ২৯৫ ফিলিস্তিনী নিহত হয়েছে। যাদের অধিকাংশ নারী ও শিশু।

বাংলাদেশ সময়: ১২:৩৫:৪২   ৪৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় ইসলামবিদ্বেষ ও মুসলিমদের ওপর নিপীড়ন বেড়েছে ১৮০০ শতাংশ!
‘আপনারা আরও অনেক কিছু দেখবেন’— ভারতের ওপর শুল্ক চাপিয়ে বললেন ট্রাম্প
ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮
হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা
প্রথমবার লটারি কিনেই ৬৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি দর্জি



আর্কাইভ