কৃষকের পাকা ধান কেটে দিলেন প্রতিমন্ত্রী-এমপি

প্রথম পাতা » ছবি গ্যালারি » কৃষকের পাকা ধান কেটে দিলেন প্রতিমন্ত্রী-এমপি
রবিবার, ৩০ এপ্রিল ২০২৩



কৃষকের পাকা ধান কেটে দিলেন প্রতিমন্ত্রী-এমপি

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নে কৃষকের ধান কেটে দিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা।

রোববার (৩০ এপ্রিল) সকালে ওই ইউনিয়নের ধনতলা এলাকার কৃষক মনু সেখ ও কানু সেখের দুই বিঘা জমির ধান কেটে দেন তারা।

স্থানীয় কৃষকরা জানান, শ্রমিক সংকটের কারণে ধানকাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলা কৃষক লীগের কর্মীরা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

কৃষক মনু শেখ জানান, রোববার সকালে প্রতিমন্ত্রী তার নেতাকর্মীদের নিয়ে খেতের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি হোসনে আরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা কৃষক লীগের নেতাকর্মীদের নিয়ে কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছি আমরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি নূরুল ইসলাম শাহ্ ফকির ও সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫:০৯:১৬   ১০৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গণহত্যা-পরবর্তী ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠনের আহ্বান
মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক প্রকাশ করলো বিডা
অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া : প্রেস সচিব
সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিলেন প্রধান উপদেষ্টা
আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার



আর্কাইভ