মিয়ানমারের বিজিপির ২ সদস্য ও ৩১ রোহিঙ্গা বোঝাই সিটওয়েগামি ট্রলার সেন্টমার্টিনে

প্রথম পাতা » চট্রগ্রাম » মিয়ানমারের বিজিপির ২ সদস্য ও ৩১ রোহিঙ্গা বোঝাই সিটওয়েগামি ট্রলার সেন্টমার্টিনে
শুক্রবার, ৫ জুলাই ২০২৪



মিয়ানমারের বিজিপির ২ সদস্য ও ৩১ রোহিঙ্গা বোঝাই সিটওয়েগামি ট্রলার সেন্টমার্টিনে

মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতিতে মংডু থেকে সিটওয়ে যাত্রা দেয়া একটি ট্রলার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছে। ট্রলারটি বিকল হয়ে সেন্টমার্টিন দ্বীপে ভিড়েছে। যেখানে ৩১ জন রোহিঙ্গা ও ২ জন বিজিপি সদস্য রয়েছে।

শুক্রবার (৫ জুলাই) সকালে ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপে এসে ভিড়ে বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান।

তিনি জানান, সেন্টমার্টিনে আসা ট্রলারটিতে ৩১ জন রোহিঙ্গার মধ্যে পুরুষ ১০ জন, নারী ১০ জন ও শিশু ১১ জন। মিয়ানমার বিজিপির ২ সদস্যের মধ্যে একজন ক্যাপ্টেন অন্যজন সার্জেন্ট। দুই জনের অস্ত্রও রয়েছে। এসব রোহিঙ্গারা জানিয়েছেন ট্রলারটি বৃহস্পতিবার বিকেলে মংডু শহর থেকে যাত্রা দেয়। ট্রলারটি যোগে মিয়ানমারের জলসীমায় থাকা নৌ বাহিনীর জাহাজে যাওয়ার কথা ছিল তাদের। আর মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে তারা সিটওয়ে শহরে যাবে। কিন্তু কিছু দূর আসার পর ট্রলারটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

আবার অন্যদিকে প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে ট্রলারটি সেন্টমাটিনের উত্তর/পশ্চিম সৈকতে চলে আসে। বর্তমানে তারা দ্বীপের উত্তর সৈকতের একটি রিসোর্টে বিজিবি পাহারায় রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, ‘একটা সূত্রে আমিও খবর পেয়েছি। দ্বীপে তারা বিজিবি হেফাজতে রয়েছে। তবে বিজিবি এ বিষয়টি এখনও আমাকে জানায়নি।’

এ ব্যাপারে সেন্টমার্টিন দ্বীপের বিজিবির দায়িত্বপ্রাপ্ত সুবেদার সানোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ট্রলারে করে ৩৩ জন রয়েছে। তারা এখন সাগরে ট্রলারে রয়েছে। জোয়ার আসলে ট্রলারটি রওনা দেবে। এছাড়া বিজিবি নজরদারি বাড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৯:১১   ৩৬ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


প্রাথমিকে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে, বৃত্তিও চালু হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চট্টগ্রামে সোয়া ৪ কোটি টাকার মদ ও বিয়ার উদ্ধার
খাল খনন কর্মসূচি বিএনপির রাজনীতির অন্যতম পিলার : আমীর খসরু
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব
চট্টগ্রাম বন্দরকে ঘিরে উৎপাদন হাব, সক্ষমতা ৬ গুণ বাড়ানোর লক্ষ্য : প্রেস সচিব



আর্কাইভ