‘নারী উন্নয়নে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ প্রশংসনীয়’

প্রথম পাতা » ছবি গ্যালারি » ‘নারী উন্নয়নে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ প্রশংসনীয়’
মঙ্গলবার, ১৪ মে ২০২৪



‘নারী উন্নয়নে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ প্রশংসনীয়’

বাংলাদেশে পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া কর্মকাণ্ড প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করেছেন জাতিসংঘের আন্ডারসেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিজের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ডা. নাটালিয়া কানেম।

মঙ্গলবার তিনি ঢাকা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে জেলা শহর সংলগ্ন তুলশিঘাটের হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এ বি এম আবু হানিফ, পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা প্রশাসনের পক্ষে এনডিসি জুয়েল মিয়া ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি এ অভিমত ব্যক্ত করেন।

এরপর সড়ক পথে গিয়ে তিনি গোবিন্দগঞ্জ উপজেলার শাপমারা ইউনিয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের লোকজনের জীবনমানের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

দুপুরে ডা. নাটালিয়া কানেম গাইবান্ধা সদর থানায় স্থাপিত নারী শিশু ও প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রে কর্মকাণ্ড পরিদর্শন শেষে বেসরকারি উন্নয়ন সংগঠন গণ-উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ে হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে তাকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১:৫৫:২১   ৬৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জামায়াতকে একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর
চট্টগ্রাম বার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা
পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ
জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে : শেখ বশিরউদ্দীন



আর্কাইভ