যৌন হয়রানির প্রতিবাদে পটুয়াখালীতে মহিলা পরিষদের মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারি » যৌন হয়রানির প্রতিবাদে পটুয়াখালীতে মহিলা পরিষদের মানববন্ধন
রবিবার, ৪ জুন ২০২৩



যৌন হয়রানির প্রতিবাদে পটুয়াখালীতে মহিলা পরিষদের মানববন্ধন

রাজশাহীতে নারী শিক্ষককে যৌন হয়রানির প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন জেলা মহিলা পরিষদের নেতারা।

রোববার (৪ জুন) সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শিরীন নাহারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নেতারা।

মানববন্ধনে বক্তারা সম্প্রতি রাজশাহী বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে প্রফেসর ড. নাজমা আফরোজের সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে অভিযুক্ত শিক্ষককে আইনের আওতায় আনারও দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ২১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এনামুল হক একই প্রতিষ্ঠানের শিক্ষক প্রফেসর ড. নাজমা আফরোজের সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করেন।

বাংলাদেশ সময়: ১২:১৮:৫৫   ৭১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজনে সরকার সহযোগিতা করবে
কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
মে দিবসের অনুষ্ঠান হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে



আর্কাইভ