জয়পুরহাটে ছয় কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারি » জয়পুরহাটে ছয় কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন
বুধবার, ১৩ মার্চ ২০২৪



জয়পুরহাটে ছয় কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন

বৃহত্তর পাবনা-বগুড়া জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর অধীনে ২ দশমিক ৭৫ কিলোমিটার রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনসহ চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ নির্মাণ প্রকল্পের অধীনে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে বুধবার। পৃথক এইসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ কোটি টাকা।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জয়পুরহাট-১ আসনের টানা তিন বারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সামছুল আলম দুদু।
উদ্বোধন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ মন্ডল, বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, ধরঞ্জী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোনতাজুর রহমান ও স্বেচ্ছাসেবক লীগের নেতা শাহারিয়ার রহমান শৈশব প্রমূখ।
পাঁচবিবি উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, ভিত্তি প্রস্তর স্থাপন করা রাস্তা গুলোর মধ্যে রয়েছে উপজেলার আওলাই ইউনিয়নের বয়রা থেকে খিদিরপুর-ডুগুরপাড়া, ফতেপুর-চাটখুর গ্রামীণ রাস্তা, মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল বেড়াখাই-খোশগাড়ী গ্রামীণ রাস্তা, কুসুম্বা ইউনিয়নের ঢাকারপড়া-নিকড়দিঘী, বেড়াখাই-শুকুরমুহী গ্রামীণ রাস্তা, বালিঘাটা ইউনিয়নে সুলতানপুর- আদিবাসীপাড়া গ্রামীণ রাস্তা ও আয়মারসুলপুর ইউনিয়নের কড়িয়া-লোকমা গ্রামীণ রাস্তা। এছাড়া আটুল, রামতনু, খাশবাগুড়ি, কোতোয়ালিবাগ, রাঁধাবাড়ী ও বৃদ্ধিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৪৪   ৬২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জামায়াতকে একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর
চট্টগ্রাম বার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা
পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ
জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে : শেখ বশিরউদ্দীন



আর্কাইভ