বিশ্ব করোনা : শনাক্ত ও মৃত্যু কমেছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্ব করোনা : শনাক্ত ও মৃত্যু কমেছে
সোমবার, ২৯ মে ২০২৩



বিশ্ব করোনা : শনাক্ত ও মৃত্যু কমেছে

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৬৫ জন।

সোমবার (২৯ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫ হাজার ৮০১ জন আক্রান্ত হয়েছে মালয়েশিয়ায়। একইসময়ে মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ায় ও হংকং। দেশ দুটিতে ১৭ জন করে মারা গেছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫৮০ জন এবং মারা গেছেন একজন। ইন্দোনেশিয়া আক্রান্ত হয়েছেন ২৮৩ জন এবং মারা গেছেন ৬ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৮২ জন এবং মারা গেছেন দুইজন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯৪ লাখ ২৬ হাজার ৪৯৯ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮৩ হাজার ৭২৩ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৩১৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।

বাংলাদেশ সময়: ১১:১০:০৭   ১০৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় ইসলামবিদ্বেষ ও মুসলিমদের ওপর নিপীড়ন বেড়েছে ১৮০০ শতাংশ!
‘আপনারা আরও অনেক কিছু দেখবেন’— ভারতের ওপর শুল্ক চাপিয়ে বললেন ট্রাম্প
ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮
হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা
প্রথমবার লটারি কিনেই ৬৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি দর্জি



আর্কাইভ