চলতি বছর ৫ হাজার ৯০১ কোটি ৬৫ লাখ টাকা আয়কর আদায় হয়েছে : অর্থমন্ত্রী

প্রথম পাতা » ঢাকা » চলতি বছর ৫ হাজার ৯০১ কোটি ৬৫ লাখ টাকা আয়কর আদায় হয়েছে : অর্থমন্ত্রী
সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪



চলতি বছর ৫ হাজার ৯০১ কোটি ৬৫ লাখ টাকা আয়কর আদায় হয়েছে : অর্থমন্ত্রী

সংসদ ভবন, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ : অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, চলতি বছর ৫ হাজার ৯০১ কোটি ৬৫ লাখ টাকা আয়কর আদায় হয়েছে। জনসচেতনতার অভাব আয়কর রিটার্ন জমা দানের অনীহার কারণ বলে তিনি উল্লেখ করেন।
আজ সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ সব কথা জানান।
তিনি বলেন, এ পর্যন্ত দেশে মোট টিআইএন নম্বরধারীর সংখ্যা ৯৯ লাখ ৭০ হাজার ৪৭১। চলতি অর্থ-বছরে (২০২৩-২০২৪) এ পর্যন্ত আয়কর রিটার্ন জমা প্রদানকারীর সংখ্যা ৩৬ লাখ ৬২ হাজার ৮১ জন। দাখিলকৃত রিটার্নের বিপরীতে আয়কর আদায় হয়েছে ৫ হাজার ৯০১ কোটি ৬৫ লাখ টাকা।
তিনি বলেন, আয়কর রিটার্ন জমা দানে করদাতাদের অনীহার কারণসমূহ হলো- জনসচেতনতা, কর সংস্কৃতি এবং করদাতাদের ই-রিটার্ন দাখিল সংক্রান্ত আইটি জ্ঞানের অভাব।

বাংলাদেশ সময়: ২১:৫৩:১৪   ৪০ বার পঠিত  




ঢাকা’র আরও খবর


শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি
অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে: শ্রম উপদেষ্টা
মহান মে দিবসে রাজধানীতে শ্রমজীবীদের র‌্যালি
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ