ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারি » ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪



ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহের ভালুকা ও ঈশ্বরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে ও দুপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ডে আজ সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এতে আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পলাতক রয়েছেন।

এ দিকে ঈশ্বরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী সিএনজি উল্টে গিয়ে ফজলুল হক (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার মরাখলা এলাকার নার্সারি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ‍্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৩৮   ৫২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


নারায়ণগঞ্জের বন্দরে খাদ্য গুদাম পরিদর্শন করেন, খাদ্য উপদেষ্টা
উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের
আগে জাতীয় নির্বাচনের দাবি ১২ দলীয় জোটের
মহাসমাবেশ থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক হেফাজতের
ইতিহাসের এই দিনে



আর্কাইভ