ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথম পাতা » খেলা » ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
শনিবার, ২০ জানুয়ারী ২০২৪



ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ ব্লুমফন্টেইনে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। আগে ব্যাট করে মারুফ মৃধার বোলিং তোপের পরেও ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তোলে ভারত। রান তাড়ায় নেমে ১৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এতে ৮৪ রানের হারে বিশ্বকাপ শুরু করলেন মাহফুজুর রহমানররা।

৩৫ দিন আগে দুবাইয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪ উইকেট পাওয়া মারুফ আজ ৪৩ রানে ৫ উইকেট নেন। নতুন বলে ফেরান ওপেনার আরশিন কুলকার্নি এবং তিনে নামা মুশির খানকে। শেষ দিনে নেন আরো ৩ উইকেট। এতে অবশ্য একসময় মনে হলেও পরে ৩০০ ছুঁতে পারেনি টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি।
ভারতের হয়ে তৃতীয় উইকেট জুটিতে ১১৬ রান যোগ করা আদর্শ সিং সর্বোচ্চ ৭৬ এবং অধিনায়ক উদয় সুরন ৬৪ রান করেন।

যাদের ২০২০ সালে হারিয়ে বিশ্বকাপ এবং গত মাসে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, সেই ভারতের বিপক্ষে খেলতে নামলে বেশির ভাগ সময় তালগোল পাকিয়ে ফেলেন যুবারা। আজ আরো একবার পুনরাবৃত্তি ঘটল। উদ্বোধনী জুটিতে ৩৮ রানের পর ৪ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট।
দলীয় স্কোর ৫০ ছুঁতে ফেরেন ৪ ব্যাটার। শিহাব জেমসের ৫৪ এবং আরিফুল ইসলামের ৪১ রান হারের ব্যবধান কমায় শুধু। ৩১ বল আগে বাংলাদেশের ইনিংস থামে ১৬৭ রানে।

বাংলাদেশ সময়: ২২:৩৯:০৫   ৭৪ বার পঠিত  




খেলা’র আরও খবর


রোমাঞ্চে ভরা সেমিফাইনালে শেষ পর্যন্ত বার্সাকে টপকে গেল ইন্টার
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
পাক-ভারত সংঘাত: অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে
২০ বছর পর লিভারপুল ছাড়ছেন অ্যালেক্সান্ডার–আর্নল্ড, গন্তব্য রিয়াল
মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি



আর্কাইভ