কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, নিহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারি » কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, নিহত ১
বুধবার, ২৪ মে ২০২৩



কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, নিহত ১

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন।

বুধবার (২৪ মে) ভোরে উপজেলার নাজিরপুর-সিধলী সড়কের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (১৭)।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ইয়াছিন বুধবার ভোরে পার্শ্ববর্তী উপজেলা দুর্গাপুর থেকে বালু আনার উদ্দেশ্যে বাড়ি থেকে লরি নিয়ে বের হন। পরে হরিপুর গ্রামের লুৎফুর রহমানের বাড়ির পাশে নিয়ন্ত্রণ হারিয়ে লরি পুকুরে পড়ে যায়। এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। পরে তারা ইয়াছিনের মরদেহ উদ্ধার করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, বুধবার ভোরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২০:৫১   ১১০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জাতীয় নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপির বিজয় র‍্যালিতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের অংশগ্রহণ
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীতে মডেল মাসুদের বিজয় র‍্যালিতে মানুষের ঢল



আর্কাইভ