কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, নিহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারি » কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, নিহত ১
বুধবার, ২৪ মে ২০২৩



কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, নিহত ১

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন।

বুধবার (২৪ মে) ভোরে উপজেলার নাজিরপুর-সিধলী সড়কের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (১৭)।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ইয়াছিন বুধবার ভোরে পার্শ্ববর্তী উপজেলা দুর্গাপুর থেকে বালু আনার উদ্দেশ্যে বাড়ি থেকে লরি নিয়ে বের হন। পরে হরিপুর গ্রামের লুৎফুর রহমানের বাড়ির পাশে নিয়ন্ত্রণ হারিয়ে লরি পুকুরে পড়ে যায়। এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। পরে তারা ইয়াছিনের মরদেহ উদ্ধার করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, বুধবার ভোরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২০:৫১   ৮৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী



আর্কাইভ