সাতক্ষীরায় বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৩০

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৩০
শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩



সাতক্ষীরায় বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৩০

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

আহত দুই ভারতীয় নাগরিক হলেন- পশ্চিমবঙ্গের অশোকনগর এলাকার নিখিল মালাকার ও গুমা এলাকার সরস্বতী হালদার। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে আসার সময় একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক উভয়েই দুমড়ে মুচড়ে গিয়ে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে।

পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, আহতদের সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৭:১২   ৭০ বার পঠিত  




খুলনা’র আরও খবর


খুলনায় জাতীয় যুব দিবসে ১১১ জনকে ঋণের চেক বিতরণ
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
মুক্তিযুদ্ধের পর এদেশে সব চাইতে বড় ঘটনা হলো জুলাই অভ্যুত্থান : মনির হায়দার
পাইকগাছায় ৩ হাজার তালগাছ রোপণ উদ্বোধন করলেন বাসস চেয়ারম্যান
সীমান্তে ২১ সোনার বারসহ আটক ১



আর্কাইভ