ফিলিপিন্সে ৩০ মিটার গভীর খাদে বাস, নিহত ১৭

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিপিন্সে ৩০ মিটার গভীর খাদে বাস, নিহত ১৭
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩



ফিলিপিন্সে ৩০ মিটার গভীর খাদে বাস, নিহত ১৭

ফিলিপিন্সের অ্যান্টিক প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যেও সাত জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (৬ ডিসেম্বর) এক সংবাদে সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্থানীয় গভর্নর রোডোরা ক্যাডিয়াও। খবর রয়টার্সের।

সংবাদ সম্মেলনে গভর্নর রোডোরা ক্যাডিয়াও বলেন, ‘মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে ফিলিপিন্সের অ্যান্টিক প্রদেশে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রাথমিকভাবে একজন গুরুতর আহত হন, কিন্তু পরবর্তীতে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’

ক্যাডিয়াওর আরও বলেন, ‘গুরুতর আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক, চার জন স্থিতিশীল রয়েছেন।’

তিনি জানান, বাসটি ইলোইলো প্রদেশ থেকে অ্যান্টিকো প্রদেশের কুলাসিতে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়।

ক্যাডিয়াওর বলেন, ‘ওই অঞ্চলকে আমরা মরণ ফাঁদ বলি। ওই খাদে পড়া দ্বিতীয় বাস এটি। এই রাস্তা নির্মাণের সময় ইঞ্জিনিয়ারদের অনেক ত্রুটি ছিল। আমি এর নিন্দা জানাই।’

অ্যান্টিক সরকারের এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে, সব মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে উদ্ধারকাজ বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:৫৮   ৫৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


চীনে পর্যটকবাহী নৌকাডুবে ১০ জনের মৃত্যু
ভারতের সাথে উত্তেজনার মধ্যে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান
উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপত্তা বাড়াল ভারত



আর্কাইভ