প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে রয়েছে : সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে রয়েছে : সমাজকল্যাণ মন্ত্রী
বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩



প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে রয়েছে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে রয়েছে। আগামী নির্বাচনে এর প্রতিফলন ঘটবে।
আজ রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় সমাজসেবা একাডেমি মিলনায়তনে ৫০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ড.আবু সালেহ মোস্তফা কামাল।
নুরুজ্জামান আহমেদ আরো বলেন, সাম্প্রতিক সময়ে দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর দক্ষতা বিষয়ে বিশ্বনেতাদের ভূয়সী প্রশংসা প্রমাণ করে বহির্বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এ প্রশংসা দেখে বিদেশী প্রভুদের কাছে ধর্ণা দেয়া বিরোধী পক্ষের মাথা খারাপ হয়ে গিয়েছে। তারা বিভিন্ন আশঙ্কার গল্প বানিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ার পরও বিরোধী পক্ষের মিথ্যাচার বন্ধ হয়নি। এটি তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আস্থার অপর নাম। আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপহার দিয়ে জনগণ তা প্রমাণ করবে।
প্রশিক্ষণ সম্পন্নকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সমাজের সেবা করার প্রত্যয় নিয়ে কাজ করুন। একজন প্রকৃত সমাজকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন। জনসেবার পবিত্র দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করুন। পরে মন্ত্রী বুনিয়াদী প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেন।

বাংলাদেশ সময়: ২২:২৮:২৮   ১০৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী



আর্কাইভ