নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৫

প্রথম পাতা » ছবি গ্যালারি » নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৫
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩



নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারমিন রোলিং মিল নামে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টায় গোদনাইল সৈয়দপাড়া এলাকায় বিস্ফোরণটি ঘটে।

দগ্ধরা হলেন, মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইকবাল হোসেন (২৫), মোহাম্মদ মোজাম্মেল হক (৩০), মো. জাকারিয়া (২০) ও মো. শরিফুল ইসলাম (৩২)।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুল ৬০, শরিফুলের ৫৭, জাকারিয়ার ৩৫ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, শুক্রবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। আহতরা সবাই শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। রোলিং মিলের গ্যাস মিটার থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:০৯   ৮০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ
জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে : শেখ বশিরউদ্দীন
গণহত্যা-পরবর্তী ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠনের আহ্বান
মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক প্রকাশ করলো বিডা



আর্কাইভ