বিএন‌পি‌কে আর সন্ত্রাসী খেলা খেল‌তে দেওয়া হবে না: ওবায়দুল কা‌দের

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিএন‌পি‌কে আর সন্ত্রাসী খেলা খেল‌তে দেওয়া হবে না: ওবায়দুল কা‌দের
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩



বিএন‌পি‌কে আর সন্ত্রাসী খেলা খেল‌তে দেওয়া হবে না: ওবায়দুল কা‌দের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের ব‌লে‌ছেন, বিএন‌পি‌কে আর সন্ত্রাসী খেলা খেল‌তে দেওয়া হবে না। ঢাকা বন্ধ কর‌তে দেওয়া হবে না।

তি‌নি ব‌লেন, দে‌শে যথা সম‌য়ে নির্বাচন হ‌বে। মির্জা ফখরুলরা দে‌শে দে‌শে যে বদনাম কর‌ছেন, সেই বদনাম ঘোচা‌তেই ন‌জির‌বিহীন, শান্তিপূর্ণ, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হ‌বে। শেখ হা‌সিনা বেঁচে থাকতে কোনো অপশ‌ক্তি ‌নির্বাচন বন্ধ কর‌তে পার‌বে না।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে অনু‌ষ্ঠিত শা‌ন্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কা‌দের ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব‌লেন, বিএন‌পি‌কে এখন আমে‌রিকার রো‌গে পে‌য়ে‌ছে। মির্জা ফখরুল ক্ষমতার স্বপ্ন দেখ‌ছেন। দি‌ল্লি বহুদূর। বিএনপি পিটার হাসের কাছে সকালেও নাস্তা করতে যায়, দুপুরে যায় লাঞ্চ করতে, রাতে যায় ডিনার করতে। আমি জানি না পিটার হাস তাদের কী স্বপ্ন দেখিয়েছে। পিটার হাস কী করবেন? নিষেধাজ্ঞা দেবেন? তাদের মুরব্বিদের সঙ্গেও আমাদের কথা হয়ে গেছে। তলে তলে যখন সব ঠিক হয়ে গেছে। দৌড়া‌দৌ‌ড়ি ক‌রে লাভ নেই। নির্বাচ‌নে আসেন, নইলে আম ছালা সবই হারা‌বেন।

নেতাকর্মী‌দের উদ্দেশ্যে সাধারণ সম্পাদক ব‌লেন, খেলার জন‌্য প্রস্তুত হোন। সাম‌নে সে‌মিফাইনাল, তারপর ফাইনাল খেলা হবে। বিএনপি কিন্তু ফাউল কর‌বে। তাই আপনারা এখনই ক্লান্ত হ‌বেন না। প্রস্তুত হোন, ফাউলের জবাব দি‌তে হ‌বে লাল কার্ড দেখিয়ে।

বিএন‌পির ওপর ইউরেনিয়াম ঢেলে দেওয়া হ‌বে- প্রস‌ঙ্গে ওবায়দুল কা‌দের ব‌লেন, বিএন‌পি বলে‌ছে তারা ক্ষমত‌ায় এলে রূপপুর পারমাণবিক কেন্দ্র বন্ধ ক‌রে দি‌বে। সেই পরিপ্রেক্ষি‌তে আমি ব‌লে‌ছি বে‌শি লাফালা‌ফি কর‌লে মাথার উপর ইউরেনিয়াম ঢেলে মাথা ঠান্ডা ক‌রে দেওয়া হ‌বে।

এ সময় আরো উপ‌স্থিত ছি‌লেন- আওয়ামী লীগের প্রেসি‌ডিয়াম সদস্য অ‌্যাডভো‌কেট কাম‌রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা আরিফুর রহমান রাসেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:৫৮:২৬   ৯৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক
২ কার্গো এলএনজি, ২টি জাহাজ ক্রয় করবে সরকার
খুলনায় জাতীয় যুব দিবসে ১১১ জনকে ঋণের চেক বিতরণ



আর্কাইভ