ডাকাতি করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারি » ডাকাতি করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩



ডাকাতি করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ডাকাতি করতে গিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. শিমুল ডাকুয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের মৌচাক থেকে র‍্যাব-১১ তাকে গ্রেপ্তার করে। শিমুল ডাকুয়া ঝালকাঠির কাঠালিয়া থানার মধ্য কইখালী এলাকার আব্দুর রশিদ ডাকুয়ার ছেলে। বুধবার সন্ধ্যায় র‍্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, শিমুল ডাকুয়া ও তার সহেযাগীরা এক নারীর বাড়িতে ডাকাতি করতে যায়। সে সময় তারা ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে এই ঘটনায় ভুক্তভোগী ওই নারী ঝালকাঠির কাঠালিয়া থানায় ডাকাতি ও গণধর্ষণ মামলা দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, মামলা দায়েরের ৭২ ঘণ্টার মধ্যে শিমুল ডাকুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কাঠালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১৯:৪৮   ৯১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গণহত্যা-পরবর্তী ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠনের আহ্বান
মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক প্রকাশ করলো বিডা
অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া : প্রেস সচিব
সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিলেন প্রধান উপদেষ্টা
আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার



আর্কাইভ