এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের পেনশন নথিঘর উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারি » এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের পেনশন নথিঘর উদ্বোধন
রবিবার, ১৪ মে ২০২৩



এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের পেনশন নথিঘর উদ্বোধন

ঢাকা সেনানিবাসে অবস্থিত এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (সিভিল) কার্যালয়ের পেনশন নথিঘর আজ রোববার উদ্বোধন করেছেন কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা।
উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (আর্মি) মো. মোস্তফা কামাল, জয়েন্ট কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মুহাম্মদ খাদেমুল বাশার এবং ফাইন্যান্স কন্ট্রোলার মো. শফিকুর রহমানসহ এ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিভিল কার্যালয়ের প্রায় ২০ হাজার পেনশনারের পেনশন সংক্রান্ত নথি সুবিন্যস্তভাবে সংরক্ষণ করা হয়েছে।
এছাড়াও ভবিষ্যতে অবসর গ্রহনকারী কর্মকর্তা-কর্মচারীগণের পেনশন নথি সংরক্ষণের সুব্যবস্থা রয়েছে। পেনশন নথিঘরে সুশৃঙ্খলভাবে পেনশন নথি সংরক্ষণের ফলে পেনশনারদের পেনশন সংক্রান্ত কাজ দ্রুততার সাথে সম্পাদন এবং সেবা প্রদান নিশ্চিত করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ২২:৫২:৩২   ৭৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ