‘বিপদাপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণে রেড লিস্ট করা হচ্ছে’

প্রথম পাতা » ছবি গ্যালারি » ‘বিপদাপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণে রেড লিস্ট করা হচ্ছে’
রবিবার, ১৪ মে ২০২৩



‘বিপদাপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণে রেড লিস্ট করা হচ্ছে’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকার দেশের বিভিন্ন উদ্ভিদ প্রজাতির সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করছে। এরই অংশ হিসেবে দেশে প্রথম বারের মতো ১ হাজারটি উদ্ভিদের তালিকা প্রস্তুত করেছে। এর মধ্যে ৩৯৪টি প্রজাতিই বিপদাপন্ন। গবেষণালব্ধ এ ফলাফল বাংলাদেশের পরিবেশ ও জীব-বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রোববার (১৪ মে) বন অধিদপ্তরে আয়োজিত ‘ফাইনাল ডিসেমিনেশন ওয়ার্কশপ অন ন্যাশনাল রেড লিস্ট অব প্লান্টস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বনমন্ত্রী বলেন, ১০০০টি উদ্ভিদ প্রজাতির মধ্যে ৮টি প্রাথমিকভাবে বিলুপ্ত, ৫টি মহাবিপন্ন, ১২৭টি বিপদাপন্ন, ২৬২টি সংকটাপন্ন, ৬৯টি প্রায় সংকটাপন্ন, ২৭১টি ন্যূনতম উদ্বেগজনক এবং ২৫৮টি উদ্ভিদ প্রজাতিকে তথ্যের ঘাটতি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মন্ত্রী দেশের বিলুপ্তির উচ্চ ঝুঁকিতে থাকা মহাবিপন্ন বাঁশপাতা, ট্রায়াস অর্কিড, চালমুগড়া, বামন খেজুর উদ্ভিদ প্রজাতিসমূহ সংরক্ষণে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য বন অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ও বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের পরিচালক সঞ্জয় কুমার ভৌমিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:২৪   ১৭৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক
২ কার্গো এলএনজি, ২টি জাহাজ ক্রয় করবে সরকার
খুলনায় জাতীয় যুব দিবসে ১১১ জনকে ঋণের চেক বিতরণ



আর্কাইভ