গাজা-পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনিকে হত্যা

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজা-পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনিকে হত্যা
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩



গাজা-পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

বুধবার (২০ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযানের সময় তিন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। নিহতদের নাম এখনও জানা যায়নি। ইসরায়েলি এই অভিযানে আরও ২০ জন আহত হয়েছেন।

অন্যদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে ইউসুফ সালেম রাদওয়ান (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গাজার খান ইউনিসের পূর্বে তাকে গুলি করে হত্যা করা হয়।

ফিলিস্তিনি প্রেসিডেন্সির মুখপাত্র নাবিল আবু রুদেইন বলেন, গাজা, জেনিন এবং অন্যান্য শহরগুলোতে চলমান ইসরায়েলি আগ্রাসন সমগ্র অঞ্চলে সহিংসতা এবং উত্তেজনা বয়ে নিয়ে আসবে।

বাংলাদেশ সময়: ১১:৩৯:১৭   ৭৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় ইসলামবিদ্বেষ ও মুসলিমদের ওপর নিপীড়ন বেড়েছে ১৮০০ শতাংশ!
‘আপনারা আরও অনেক কিছু দেখবেন’— ভারতের ওপর শুল্ক চাপিয়ে বললেন ট্রাম্প
ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮
হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা
প্রথমবার লটারি কিনেই ৬৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি দর্জি



আর্কাইভ