ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু, ভবন মালিক গ্রেফতার

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু, ভবন মালিক গ্রেফতার
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩



ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু, ভবন মালিক গ্রেফতার

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বহুতল একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও কমপক্ষে ৩৭ জন। এ ঘটনায় এরইমধ্যে ওই ভবনের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সি।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, গত ২০ বছরের মধ্যে এটি ভিয়েতনামের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে ভবনটির পার্কিং ফ্লোর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো কমপ্লেক্সে। অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়াও ১০০ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৩৭ জন দগ্ধ রয়েছেন।

ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে দেড় শতাধিক মানুষ ছিলেন। ওই এলাকার রাস্তা সরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে দমকল বাহিনীকে।

এদিকে, ভবনে যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা না রাখার অভিযোগে ভবনটির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬:০৫:০০   ৭৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল’ মন্তব্যের প্রতিবাদে ৩১ দেশের বিবৃতি
স্বাধীনতা দিবসে ১০৪ মিনিট ভাষণ দিয়ে রেকর্ড গড়লেন মোদি
মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ
গাজায় বোমা হামলায় নিহত সাংবাদিক শরীফ তার শেষ বার্তায় কি বলেছিল ?
ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে বেছে নিলেন ট্রাম্প



আর্কাইভ